বিশেষ তত্ত্বের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। রাফসান শাহরিয়ার রেয়াদ (২০) , ,পিতা দেওয়ান সেলিম, মাতা রোকেয়া বেগম সাং দক্ষিণ সেওতা , থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসত ঘরে গাঁজা সেবনরত অবস্হায় ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। # আসামি ২।মোঃ রবিন মিয়া (২৬), পিতা মৃত নূরুল ইসলাম , মাতা হেলেনা বেগম , সাং পশ্চিম বান্দুটিয়া থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে গাঁজা সেবনরত অবস্হায় ১০০ গ্রাম সহ তাকে গ্রেফতার করা হয়। # আসামি ৩ । শিপন মনি দাস(৩৮), গোসাই দাস,মাতা বাদুলি দাস, সাং রামদিয়া, থানাও জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে গাঁজা সেবনরত অবস্হায় ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামী রাফসান শাহরিয়ার রেসাদ কে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ও ২০০/ টাকা অর্থদন্ড।, আসামি মোঃ রবিন মিয়াকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/ অর্থদণ্ড প্রদান করা হয়। এবং আসামী শিপন মনি দাসকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস