Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ৩১/১২/২০২৩ অভিযানের সংখ্যা: ০৫টি মামলা- ০২ টি আসামী: ০২ জন আলামত : ১। হেরোইন ০১ গ্রাম। ২। গাঁজা-১০০ গ্রাম।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি

১। ইউনুস ভান্ডারী  ( ৬০), পিতা মৃত বাবর আলী মোল্লা ,  মাতা মৃত সবুরজান বেগম,  সাং বারাহির চর , থানা ও জেলা- মানিকগঞ্জ কে বারাহীর চর পুরাতন বাজারস্থ তাহার নিজ দখলীয় চা-সিগারেটের দোকানঘর হতে গাঁজা সেবনরত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩ ( তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড  ও ২০০/- (দুইশত) টাকা অর্থ দন্ড করা হয়। 

২। মোঃ খোরশেদ আলম (৩০), পিতা- মোঃ আব্দুস সামাদ, মাতা: সাহেরা বেগম,  সাং বালিয়াটি,থানা- সাটুরিয়া, জেলা মানিকগঞ্জকে বেউথা এলাকাস্থ নুরু হোটেলের পিছনে হেরোইন সেবনরত  অবস্থায় ০১ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/-( একশত) টাকা অর্থ দন্ড করা হয় । মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব  আসমা উল হুসনা কর্তৃক  মোবাইল কোর্টের মাধ্যমে ০১ জন আসামীকে ০৬ মাসের বিনাশ্রম  কারাদণ্ড ও অপর ০১ জন আসামীকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সর্বমোট  ৩০০/-(তিনশত) টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।   



ডাউনলোড
প্রকাশের তারিখ
01/01/2024
আর্কাইভ তারিখ
30/04/2024