গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মোঃ আনোয়ার হোসেন ওরফে আলম ( ৩০) ( গ্রেফতার ), পিতা- মোহাম্মদ আলী, মাতা-আনোয়ারা বেগম , সাং-আন্ধারমানিক (জয়নগর), ওয়ার্ড ০৮, মানিকগঞ্জ পৌরসভা, থানা মানিকগঞ্জ সদর , জেলা- মানিকগঞ্জ। আসামীর নিজ দখলীয় বসতঘর ও বসতঘরে অবস্থানরত অবস্থায় তার দেহ তল্লাসী করে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-৪০; তারিখঃ ৩০/০৬/২৪ । আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল কোর্টের আসামীর বিবরণঃ মোঃ রাকিব মিয়া (২৬ ), পিতা- মোঃ বাচ্চু মিয়া, মোছা: হাসিনা বেগম, সাং বেংরই, থানা- মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্থায় ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
২। মোঃ শরিফুল ইসলামল(৩৪), পিতা- মোঃ রহম আলী, মাতা শরিফুন বেগম, সাং-শোলকুড়া, থানা- ঘিওর, জেলা মানিকগঞ্জকে মানিকগঞ্জ থানাধীন বরঙ্গাখোলা গ্রামস্থ মোঃ সফি এর বাড়ির পূর্বপাশে বাগানের ভিতর হতে গাঁজা সেবনরত অবস্থায় ১৬০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামীকে ০৬(ছয়) মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেক আসামীকে ২০০ /-( দুইশত) টাকা করে মোট ৪০০/-(চারশত) টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস