বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালী আসামি ০১। মজনু শেখ (৫২), পিতা রফেত আলী,মাতা ভানু বেগম, সাং ধুসর, ওয়ার্ড নং ০২, ইউপি উথলী, পোঃ নয়াবাড়ী, থানা শিবালয়, জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে অবস্হানরত অবস্হায় দেহ ও বসতঘর তল্লাশী করে ০২ (দুই) কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১১; তারিখঃ ২৯/১১/২০২৩. আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আর ১০(দশ) টি মামলা আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস