গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি শরীফ আহমেদ ( ৩১) ( গ্রেফতার ), পিতা- মৃত ছবেদ আলী, মাতা- জিয়াছমিন বেগম , সাং- ঘোস্তা বড়নগর, ওয়ার্ড ০২ ইউপি- পুটাইল , পোঃ লেমুবাড়ী, থানা মানিকগঞ্জ সদর , জেলা- মানিকগঞ্জ। আসামীর নিজ দখলীয় বসতঘর তল্লাসী করে ২৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয় আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্ততি চলছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে মানিকগঞ্জ নিরাপদ হেফাজতে রাখা হয়েছে ।
একই দিন মোবাইল কোর্টের মাধ্যমে আসামি সুজিত রায়(২২ ), পিতা মৃত বিরেন রায়। মাতা- লেছপুতি রায়। , সাং ৪৭৪, পূর্ব দাশড়া , থানা মানিকগঞ্জকে মানিকগঞ্জ বাজার এলাকা হতে ০৩ গ্রাম হতে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামী সুজিত রায়কে ০৬ ( ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ /-( দুইশত) টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস