#মামলা সংক্রান্ত তথ্যাদিঃ
# নিয়মিত মামলার আসামীর বিবরণ :
০১ । মোঃ জয় (২৪), পলাতক,পিতা মৃত আরশেদ, মাতা নুরজাহান বেগম, বর্তমান সাংগোলাপনগর(মৃত তাহের আলীর বাড়ির ভাড়াটিয়া) ওয়ার্ড নং ০৪, ইউ,পি ঘিওর, পোঃ ঘিওর, থানা ঘিওর জেলা মানিকগঞ্জ। স্হায়ী সাং কুস্তা বন্দর, ওয়ার্ড নং ০৩, ইউ পি ঘিওর, পোঃ ঘিওর থানা ঘিওর জেলা মানিকগঞ্জকে তার ভাড়াকৃত বসতঘর তল্লাসী করে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আসামী ঘটনার সময় ঘটনাস্হলে উপস্হিত না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পলাতক আসামীর মোঃ জয় (২৪) বিরুদ্ধে ঘিওর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৯ , তারিখ ২৮/১২/২৪।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস