গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মোঃ শামীম মিয়া ওরফে বগা ( ৩৩) ( গ্রেফতার ), পিতা-মৃত আব্দুস সাত্তার মাতা- খাইরুন বেগম, সাং- জাহানারা বেগম হাল সাং ,পশ্চিম দাশড়া হোল্ডিং নং৩৫৮/৮ ( জসিম উদ্দিন এর বাড়ির ভাড়াটিয়া, ওয়ার্ড ০৬ ,মানিকগঞ্জ পৌরসভা থানা মানিকগঞ্জ সদর জেলা- মানিকগঞ্জ। স্হায়ী সাং বিলনালাই, থানা ঘিওর, জেলা মানিকগঞ্জ। আসামীর ভাড়াকৃত নিজ দখলীয় বসতঘরের ভিতর পারটেক্সের আলমারি তল্লাসী করে ১০০০( একহাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং- ৩০; তারিখঃ ২৮/০৭/২৪ । আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামি মোঃ রোহান মিয়া(২৮) পিতা মৃত রফিকুল ইসলাম, মাতা চায়না আক্তার, সাং পাঞ্জন খাড়া ওয়ার্ড নং ৪, ইউপি গড়পাড়া,থানা মানিকগঞ্জ সদর জেলা মানিকগঞ্জ এর বসতঘরে অবস্থানরত অবস্থায় দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়
আসামি একই বসত ঘরে অবস্থানরত আসামি কেরু ওরফে স্বপন (৩০),পিতা মৃত জিগির আলী, মাতা মিসরন।পাঞ্জন খাড়া, ওয়ার্ড নং ০৪, ইউপি গড়পাড়া থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জ এর দেহ তল্লাশী করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
আসামি ছায়ন(৩১) ( পলাতক)পিতা মোঃ মজিবর রহমান, মাতা বেদেনা বেগম, সাং পাঞ্জন খাড়া, ওয়ার্ড নং ০৪, ইউ পি গড়পাড়া , থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জ উক্ত মাদক ব্যবসায়ীদের নিকট ইয়াবা সরবরাহকারী, ও জোগানদাতা। আসামী রোহান,কেরু ও ছায়ন এদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়, মামলা নং ৩১, তারিখ ২৮/০৭/২৪ ইং। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।
একইদিন মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে আসামী মোঃ পাপেল হোসেন(২২) পিতা মোঃ রফিকুল ইসলাম , মাতা পারভীন বেগম, সাং পাঞ্জন খাড়া ওয়ার্ড নং ০৪ ইউ পি গড়পাড়া কি অবস্থা থানা মানিকগঞ্জ সদর জেলা মানিকগঞ্জকে পাঞ্জন খাড়া এলাকা হতে ১০( দশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৬ ( ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/ (একশত) টাকা অর্থদণ্ড করা হয়।
আসামি মোঃ কালাম(২২) পিতা মোঃ ছালাম,মাতা ফুলজান, সাং ঠাঠাঙ্গা( উকিয়ারা), মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে পাঞ্জন খাড়া এলাকা হতে ১০( দশ) পিস কি ব্যাপার ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৬ ( ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস