বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মোঃ আব্দুল বারেক (৩২) , পিতা আব্দল লতিফ , মাতা জয়তুন বেগম সাং আটিপাড়া, পোঃ সিরাজপুর, থানা সিংগাইর জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১০/২৪ তারিখ: ২৭/০৮/২৪ আসামি মোঃ আকাশ সরকার (২০) পিতা- মোঃ আবুল হোসেন, মাতা রিনা আক্তার সাং চর পলটন, পোঃ সিরাজপুর থানা সিংগাইর জেলা মানিকগঞ্জকে চর আটিপাড়া এলাকা হতে ১০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১১/২৪। তারিখ ২৭/০৮/২৪।
সহকারী কমিশনার( ভূমি) ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিংগাইর কর্তৃক
মোবাইল কোর্টের মাধ্যমে আসামী মোঃ আব্দুল বারেককে ০৪মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপর আসামী মোঃ আকাশ সরকারকে ০৩ মাসের বিনাশ্রমে কারাদন্ড ও ১০০/ টাকা অর্থদণ্ড প্রদান করেন।