বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। মোঃ লিমন খান (৩৮) পিতা আবুল হোসেন খান ,মাতা রিনা বেগম, সাং বিনোদপুর নয়াপাড়া , ওয়ার্ড নং ০৯, সিংগাইর পৌরসভা , থানা সিংগাইর , জেলা মানিকগঞ্জ এর বসতঘরে অবস্হানরত অবস্হায় তার দেহ তল্লাশী করে ০৮ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয় ।
২। মো:লিটন মিয়া (৩৫), পিতা ফরহাদ হোসেন, মাতা সেলিনা আক্তার, সাং গোবিন্দল, ওয়ার্ড নং ০৭, সিংগাইর পৌরসভা, থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জকে আসামী মো: লিমন খান এর বসত ঘর হতে গ্রেফতারপূর্বক তার দেহ তল্লাশি করে ১৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় আসামিদের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ৩১; তারিখ : ২৭/০১/২০২৪ ইং। ৩। কাজল হোসেন (৩১), পিতা মোঃ মোশারফ হোসেন , মাতা : মনোয়ারা বেগম, সাং কাশিম নগর উত্তরপাড়া , ওয়ার্ড নং ০৯, সিংগাইর পৌরসভা থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জ এর বসতঘরে অবস্থানরত অবস্থায় তার দেহ তল্লাশী করে ৪০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।
৪। মোঃ উজ্জল মিয়া (৩০),পিতা মৃত জহির উদ্দিন, মাতা মকছেদা বেগম, সাং রাজেন্দ্রপুর ওয়ার্ড নং ০৩, ইউ পি তালেবপুর , থানা সিংগাইর, জেলা মানিকগঞ্জকে আসামি মোঃ কাজল হোসেন এর বসত ঘর হতে গ্রেফতারপূর্বক ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩২, তারিখ : ২৭/০১/২০২৪।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস