Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ২৬/১২/২০২৩ অভিযানের সংখ্যা: ০৬টি,( নিয়মিত ০২টি, মোবাইল কোর্ট ০৪-টি) মামলা- ০৩টি ( মোবাইল কোর্ট- ০৩) আসামী: ০৩জন (গ্রেফতার)আলামত : ১। হেরোইন ০২ গ্রাম ২। বুপ্রেনরফিন যুক্ত কুপিজেশিক ইনজেকশন ০৪ অ্যাম্পুল।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ০১। মো:  মামুন বক্স  ( ২০), পিতা সোহরাব হোসেন,  মাতা মৃত মমতাজ বেগম,  সাং  বিশ্বনাথপুর , থানা ও জেলা- মানিকগঞ্জ কে তার বসতঘর হতে  ০২ গ্রাম হেরোইন  সহ তাকে গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে  ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড  ও ২০০/ অর্থ দন্ড  করা হয়। ২।  মোঃ হৃদয় (২৩), পিতা আব্দুল বাছের, মাতা : শ্যামলী বেগম,  সাং  বড় সরুন্ডি,থানা ও জেলা মানিকগঞ্জকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড  এলাকা হতে ০২ অ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেসিক ইনজেকশন সহ তাকে গ্রেফতার করা হয়।মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে  ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ / অর্থ দন্ড  করা হয় । ৩ । মোঃ রোমান মিয়া (৩৩), পিতা মোঃ মেহের আলী,  মাতা মৃত আলেয়া বেগম,সাং পশ্চিম দাশড়া, থানা ও জেলা মানিকগঞ্জ কে মানিকগঞ্জ সদর থানাধীন উত্তর সেওতা,"ল" কলেজের পিছন হতে বু প্রেনরফিন যুক্ত কুপিজেশিক ইনজেকশন  ০২ অ্যাম্পুল সহ গ্রেপ্তার করা হয়। মোবাইল কোটের মাধ্যমে আসামিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ডাউনলোড
প্রকাশের তারিখ
26/12/2023
আর্কাইভ তারিখ
31/08/2024