বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মো: সোহেল (৩৫),, পিতা- মৃত ছানোয়ার হোসেন, , মাতা- রাহেলা বেগম , সাং কামতা গোলড়া, , , ওয়ার্ড নং ০৫ থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জকে তার নিজ দখলীয় বসতঘর তল্লাসী করে ১৩ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৫, তারিখ:২৬/০৫/২০২৪। আসামি মোঃ লিটন মিয়া (৩৬),পিতাঃ মোঃ দিদার আলী, মাতা শেলী বেগম, সাং গোলড়া পশ্চিম পাড়া , ওয়ার্ড নং ০৬, থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ কে তার বসতঘর হতে ০৮ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৬ তারিখ: ২৬ /০৫/২৪ ।
আসামি মো: বাবু (৩৬), পিতা- মোঃ মনুর উদ্দিন , মাতা রোকেয়া বেগম,, সাং বোয়ালিয়া , থানা ও জেলা মানিকগঞ্জকে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।মোবাইল কোর্টের মাধ্যমে আসামী মোঃ বাবুকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/-( দুইশত ) টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস