বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মতিয়ার রহমান ( ২৮) ( গ্রেফতার ), পিতা- আঃ জব্বার মাতা- নাছিমা বেগম , সাং- শিমুলিয়া, ওয়ার্ড ০৬, ইউপি- পুটাইল , পোঃ লেমুবাড়ী, থানা মানিকগঞ্জ সদর , জেলা- মানিকগঞ্জ। আসামীর নিজ দখলীয় বসতঘর তল্লাসী করে বসতঘরে অবস্হানরত অবস্হায় তার দেহ তল্লাসী করে ১২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং- ৩৫ তারিখঃ ২৫/০৬/২৪ । আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আসামি মোঃ ইমন খান (২২ ), পিতা মোঃ জমশের খান মাতা- মোছা: রুবি বেগম, সাং বাড়াই ভিকরা , থানা মানিকগঞ্জ সদর জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্হায় ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। আসামি দোয়াত আলী(৭২) পিতা মৃত ওয়াজউদ্দিন, মাতা মৃত ময়না মতি, সাং বাড়াই ভিকরা, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে গাঁজা সেবনরত অবস্হায় ২০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামী ইমন খানকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ /-( দুইশত) টাকা অর্থদণ্ড করা হয় এবং আসামী দোয়াত আলীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/ টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস