গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মোঃ মোতালেব ( ৪৫) ( গ্রেফতার ), পিতা- মৃত মজিদ, মাতা- মৃত মোছাঃ হাজেরা, সাং- জান্না খালাসীপাড়া, ওয়ার্ড ০৯, ইউপি- ফুকুরহাটি, পোঃ জান্না, থানা সাটুরিয়া, জেলা- মানিকগঞ্জ। আসামীর নিজ দখলীয় বসতঘর তল্লাসী করে বসতঘরের মধ্যে দক্ষিণ পাশে রক্ষিত স্টীলের শোকেসের ডান পাশের নীচের ড্রয়ারের মধ্য হতে ১,১০০ ( এক হাজার একশত ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং- ১১; তারিখঃ ২৪/০৬/২৪ । আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আসামি মোঃ আবু বক্কর সিদ্দিক (২২ ), পিতা মোঃ হযরত আলী, মাতা- কমলা বেগম, সাং জান্না মধ্যপাড়া, থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ইয়াবা ট্যাবলেট সেবনের দায়ে ১০(দশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ /-( দুইশত) টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস