বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে গডফাদার, তালিকাভুক্ত ক্রমিক নং১৭৯ আসামি ১।সোহেল রানা ওরফে বিহারী সোহেল ( ৩৫) ( গ্রেফতার ) , পিতা- মৃত বাবুল হোসেন ওরফে সাহেব আলী, মাতা- শিখা আক্তার স্হায়ী সাং পশ্চিম বান্দুটিয়া- , ওয়ার্ড ০ ৭ মানিকগঞ্জ পৌরসভা , থানা মানিকগঞ্জ সদর , জেলা- মানিকগঞ্জ। বর্তমান সাং পশ্চিম বান্দুটিয়া ( সুইস গেট সংলগ্ন) মোঃ আমিনুল হক এর বাড়ীর ভাড়াটিয়া। ওয়ার্ড নং ০৭, মানিকগঞ্জ পৌরসভা, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জ। আসামীর ভাড়াকৃত বসতঘর হতে ১৫ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়েছে । আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং ২২ , তারিখ ২৩/০৯/২৪ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানের সময় : সকাল ০৫:০০ হতে ১৪: ১৫ ঘটিকা পর্যন্ত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস