গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। দেওয়ান শাহজাদা (৩৬) ( গ্রেফতার), পিতা- মৃত ওয়ালাইকুম সালাম হারুন অর রশিদ মাতা শাহনাজ বেগম , সাং- মির্জাপুর ওয়ার্ড ০১ , ইউ পি আটিগ্রাম , পো :আটিগ্রাম থানা মানিকগঞ্জ সদর জেলা- মানিকগঞ্জকে তার বসতঘর হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । মামলা নং২০, তারিখ ২২/০৯/২৪।
আসামি ২। মাসুদ হোসেন ওরফে মাসুদ আহমেদ (৩৫), পিতা মৃত নুরুল ইসলাম , মাতা মালেকা বেগম সাং আটিগ্রাম, ওয়ার্ড নং ০১, ইউ পি, আটিগ্রাম,পোঃ আটিগ্রাম, থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । মামলা নং২১, তারিখ ২২/০৯/২৪।আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
আসামি ৩। মোঃ তোতা মিয়া( ৪১), পিতা শামছুল হক, মাতা মালেকা বেগম, গ্রাম উকিয়ারা, থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লিটন ঢালী কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ০৩( তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০/ অর্থদণ্ড প্রদান করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছেঅভিযানের সময়ঃ ভোর ০৪:৩০ঘটিকা হতে ১৬:৩০ ঘটিকা পর্যন্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস