বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। আলেয়া তাজ (৩৪),স্বামী মৃত আব্দুর রাজ্জাক ওরফে রাজা, মাতা নুরজাহান বেগম সাং ইসলামপুর উত্তরপাড়া, ওয়ার্ড নং ০৯,ইউপি বাঘুটিয়া,থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে অবস্হানরত অবস্হায় বসতঘর তল্লাসী করে ১৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দৌলতপুর থানার মামলা নং ০৪, তারিখ ২১/১১/২৩।
গ্রেফতারকৃত আাসামী আলেয়া তাজ (৩৪) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ০২। মো: আলম হোসেন (৩৫), পলাতক, পিতা মৃত মফিজ মন্ডল, মাতা-মৃত সরবানু বেগম, সাং ইসলামপুর উত্তরপাড়া, ওয়ার্ড নং ০৯,ইউপি বাঘুটিয়া, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ, উক্ত আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামি দ্বয় দীর্ঘদিন ধরে একে অপরের সহযোগিতায় মাদক ব্যবসা করে আসছিল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস