Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ২০ /০৩/২০২৫ অভিযান: ০৮টি মামলা- ০৫টি আসামী ০৫জন আলামতঃ ইয়াবা ট্যাবলেট ২৫০ পিস। হেরোইন (০২+০২)= ০৪ গ্রামগাঁজা ১০০ গ্রাম।
বিস্তারিত


# নিয়মিত মামলার আসামীদের বিবরণ : 

১। মোঃ সোহেল(২৭), পিতা মোঃ আব্বাস আলী , মাতা সেলিনা বেগম, সাং উত্তর বোয়ালিয়া ( বেউথা ,ওয়ার্ড নং ০৯, মানিকগঞ্জ পৌরসভা থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে আটকপুূর্বক তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়েছে । আসামীর বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । মামলা নং ৩২,তারিখ ২০/০৩/২৫। 


গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

২। মোহাম্মদ মাসুদ রানা (৩৪), পিতা মৃত জজ মিয়া , মাতা নাজমা বেগম, স্হায়ী সাং নাটুয়াবাড়ী, ওয়ার্ড নং ০১, ইউপি ধামশ্বর, থানা দৌলতপুর , জেলা মানিকগঞ্জকে পশ্চিম সেওতা এলাকা হতে ২০০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩৩, তারিখ ২০/০৩/২৫। 


গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে মানিকগঞ্জ সদর থানায় রাত্রকালীন নিরাপদ হেফাজতে রাখা হয়েছে 


 

মোবাইল কোর্টের মামলা সংক্রান্ত তথ্যঃ

৩। মোঃ আল আমিন (২৯), পিতা মজনু খান , মাতা আকলিমা , সাং গোলড়া চর খন্ড , থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে আটক পূর্বক দেহ করে হতে ০২ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয় মোবাইল কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়। মামলা নং ২৫/২৫ তারিখ ২০/০৩/২৫ ইং। 


০৪। জিহাদ আলম জয়(২৯), পিতা জাহাংগীর আলম মাতা শিউলী আক্তার, সাং গোলড়া চরখন্ড, থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে গোলড়া চর খন্ড এলাকা হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়, মামলা নং ২৬/২৫ তারিখ ২০/০৩/২৫ ইং। 


৫। মোঃ চঞ্চল মিয়া (৩৫), পিতা মোঃ নুরুল ইসলাম মাতা রোজিয়া বেগম, সাং পশ্চিম মিতরা , থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে জয়নগর এলাকা হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়। মামলা নং ২৭/২৫, তারিখ ২০/০৩/২৫ ইং। 


উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জনাব শেখ মেজবাহ - উল- সাবেরিন কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামীকে ০৩( তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেক আসামীকে ৫০০/ টাকা করে মোট ১,৫০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 


মোবাইল কোর্টের আসামিদেরকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/03/2025
আর্কাইভ তারিখ
31/12/2025