বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। কবির আলম (৩৬) , পিতা বজলুর রহমান, মাতার ছবিয়া বেগম, সাং পার তিল্লী,ইউ পি তিল্লী,থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ কে তার বসতঘরে দন্ডায়নরত অবস্হায় আটক পুর্বক দেহ ও বসতঘর তল্লাশী করে ৩২০ ইয়াবা পিস ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৯ , তারিখ ২০/১১/২০২৩ খ্রিঃ।
২। মোহাম্মদ রফিকুল ইসলাম (৩১) পলাতক, পিতা মোঃ আক্কাস, মাতা রফিজা বেগম, সাং বিশ্বনাথপুর, ইউপি গড়পাড়া, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জ (উক্ত ইয়াবা ট্যাবলেট এর সরবরাহ কারী হিসেবে অভিযুক্ত )।
৩। আরিয়ান রাফসান শাহরিয়ার ওরফে বুলেট রেশাদ (১৯), পিতা দেওয়ান সেলিম, মাতা রোকেয়া বেগম, সাং দক্ষিণ শেওতা, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জ তার বসত ঘরে গাঁজা সেবনরত অবস্থায় ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্টের আসামীকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস