বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এলাকার জেলায় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মো: সাব্বির হোসেন (২৫), পিতা- মোঃ ছানোয়ার হোসেন, মাতা শান্তি বেগম সাং বাইচাইল থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। আসামি মো: সাকিবুল ইসলাম(২৩) পিতা ইসমাইল হোসেন , মাতা- সালমা বেগম সাং পূর্ব দাশড়া , থানা-ও , জেলা মানিকগঞ্জকে মানিকগঞ্জ থানাধীন পূর্ব দাশড়া ঋষিপাড়া এলাকা হতে ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। আসামি মো: বজলু খান(২৬) পিতা মুকছেদ খান, মাতা মনোয়ারা বেগম , সাং পূর্ব দাশড়া, থানা ও জেলা মানিকগঞ্জকে মানিকগঞ্জ থানাধীন পূর্ব দাশড়া ঋষিপাড়া এলাকা হতে ১২০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। আসামি মো: মনির হোসেন(২৮)পিতা মো: আওলাদ হোসেন মনোয়ারা বেগম, সাং পূর্ব দাশড়া, থানা ও জেলা মানিকগঞ্জকে মানিকগঞ্জ সদর থানাধীন পূর্ব দাশড়া ঋষিপাড়া এলাকা হতে ১৩০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মো: তারা মিয়া(৫০) পিতা মৃত আবেদ আলী, মাতা হাজিরন বেগম, সাং পূর্ব দাশড়া , থানাও জেলা মানিকগঞ্জকে মানিকগঞ্জ সদর থানাধীন পূর্ব দাশড়া ঋষিপাড়া এলাকা হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ধৃত আসামী সাব্বির,সাকিবুল,বজলু ও মনির প্রত্যেককে ০৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট(৩০০+২০০+২০০+২০০)৯০০/-( নয়শতশত) টাকা অর্থদণ্ড করা হয়। এবং আসামী তারা মিয়াকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস