# নিয়মিত মামলার আসামীর বিবরণ :-
০১ । মোঃ তারেক হোসেন (৩০) , পিতা মৃত আব্দুল খালেক , মাতা মৃত হামেদা বেগম, সৎ মাতা কমলা বেগম, সাং হিজুলী , ওয়ার্ড নং ০৪ , মানিকগঞ্জ পৌরসভা, , থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে আটক পূর্বক দেহ তল্লাসী করে ১০ অ্যাম্পুল বুপ্রেনরফিন যুক্ত কুপিজেশিক ইনজেকশন সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৭ তারিখ ২০/০২/২৫।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
-------------
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস