Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ২০/০১/২০২৪ অভিযানের সংখ্যা: ০৪ টি,( নিয়মিত ০৪টি) মামলা- ০১টি ( নিয়মিত) আসামী: ০২জন (গ্রেফতার ০১ জন, পলাতক ০১ জন)আলামত : ইয়াবা ট্যাবলেট (১৬+১৪)= ৩০ ( ত্রিশ) পিস।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ০১। পলাশ চন্দ্র রাজবংশী (২৫), পিতা  ছিদাম চন্দ্র রাজবংশী, মাতা : বাসন্তী রাজবংশী,  সাং  ফুকুর হাটি মাঝিপাড়া, ওয়ার্ড নং  ০২, ইউপি ফুকুর হাটি, থানা  সাটুরিয়া,  জেলা মানিকগঞ্জকে  ১৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় ।   ২।  মোঃ আলিম  (২৪), পিতা মৃত আব্দুর রশিদ, মাতা মৃত রাহেলা বেগম,  সাং ফুকুরহাটি মাঝিপাড়া, ওয়ার্ড  নং ০২ ইউ, পি-ফুকুরহাটি, থানা  সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ  এর বসতঘর তল্লাশি করে  ১৪ পিস ইয়াবা  ট্যাবলেট  উদ্ধার  করা হয়। ২ নং আসামী  মোঃ আলিম পলায়ন করায় তাকে  গ্রেফতার করা সম্ভব  হয় নাই। 


ডাউনলোড
প্রকাশের তারিখ
20/01/2024
আর্কাইভ তারিখ
31/05/2024