Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ১৯/০২/২০২৪ অভিযান: ০৫টি মামলা- ০৩টি আসামী ০২ জন , আলামত : ১। ইয়াবা ১০ পিস, ২। গাঁজা ২৫০গ্রাম ৩। NOBEL 12 SPORT নামাংকিত শর্ট গানের কার্তুজ ০২ টি।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি  ১।   আলাউদ্দিন  (২৭), পিতা  জমত আলী,মাতা  ফাতেমা বেগম   সাং  পূর্ব দাশড়া  ,     থানা   ও জেলা মানিকগঞ্জ এর দোকানে   ইয়াবা সেবনরত অবস্হায় ১০ পিস ইয়াবা  সহ তাকে গ্রেফতার করা হয় ।তার বিরুদ্ধে  মোবাইল কোর্টে মামলা   দায়ের করা হয়,মোবাইল কোর্ট  মামলা  নং০৬, তারিখ ১৯/০২/২৪। 

বিজ্ঞ  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট ও মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার , জনাব লিটন ঢালী কর্তৃক আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।আসামিকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। 

আসামি ২।তাপস সাহা (৩৫), পিতা  পরান কৃষ্ণ সাহা , মাতা ভারতী রানী সাহা  সাং বড়াই , ওয়ার্ড নং  ০৩,মানিকগঞ্জ পৌরসভা  থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে  তার বসতঘর  হতে ২৫০ গ্রাম গাঁজা  সহ তাকে গ্রেফতার করা হয় আসামির বিরুদ্ধে  মানিকগঞ্জ সদর  থানায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  একটি নিয়মিত মামলা দায়ের করা  হয়েছে, মামলা নং ৩২; তারিখ  : ১৯/০২/২০২৪ ইং। 

 উপরোক্ত  আসামী তাপস সাহা  এর বসতঘর তল্লাসী করে  NOBEL 12 SPORT নামাংকিত শর্ট গানের  অব্যবহৃত কার্তুজ  ০২ টি  সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায়  ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯( চ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়,  মামলা নং ৩৩, তারিখ :২০/০২/২০২৪। 


 

ডাউনলোড
প্রকাশের তারিখ
20/02/2024
আর্কাইভ তারিখ
30/11/2024