গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামী মোঃ লিটন মিয়া (২২), পিতা- মোঃ জহিরুল ইসলাম , মাতা খোরশেদা বেগম সাং গোলড়া চর খন্ড ,থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।
আসামি মোঃ করম দেওয়ান (৩৪) পিতা মৃত উকিল দেওয়ান ওরফে আব্দুল হক মাতা নুরজাহান বেগম সাং গোলড়া কামতা, থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ কে মানিকগঞ্জ থানাধীন গোলড়া চরখন্ড এলাকা হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয় ।
আসামি মোঃ ফারুক মোল্লা(২৬), পিতা মোঃ মালেক মোল্লা, মাতা খোরছুনি, সাং উচুটিয়া( বিশা খার বাড়ী) থানা ও, জেলা মানিকগঞ্জকে মানিকগঞ্জ সদর থানাধীন উচুটিয়া ইনতাজ মাতব্বর এর বাঁশবাগানে ইয়াবা সেবনরত অবস্হায় ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামী মোঃ লিটন মিয়া(২২) কে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০/-( তিনশত) টাকা অর্থদণ্ড করা হয়,আসামী মোঃ করম দেওয়ান (৩৪) কে ০৪মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ / ( তিনশত) টাকা অর্থদণ্ড করা হয় ।
এবং আসামী মোঃ ফারুক মোল্লা(২৬) কে ০৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ / ( একশত) টাকা অর্থদণ্ড করা হয়। মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লিটন ঢালী কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামীকে ০৪ ( চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সর্বমোট ৭০০/-( সাত শত) টাকা অর্থদণ্ড করা হয়।মোবাইল কোর্টে দন্ডিত আসামীদেরকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে । অভিযানের সময় : ভোর ০৫:০০ হতে ১৪: ০০ ঘটিকা পর্যন্ত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস