Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ১৮/০১/২০২৪ অভিযানের সংখ্যা: ০৪ টি, মামলা- ০২টি, আসামী: ০২জন (গ্রেফতার) # আলামত : ইয়াবা ট্যাবলেট (১০+৫)= ১৫ (পনের) পিস।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি. ১। আব্দুল করিম (৪৭), পিতা  মৃত আজাহার মিয়া, মাতা :রহিতন নেছা।   সাং  বাঘিয়া,থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসত ঘর ও তার দেহ তল্লাশি করে ইয়াবা সেবনরত  অবস্থায়  ১০ পিস ইয়াবাসহ সহ তাকে গ্রেফতার করা হয়।মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/-( পাঁচশত) টাকা অর্থদন্ড  করা হয় ।   ২।  মোঃ বারেক (৭৫), পিতা মৃত ঝড়ু মোল্লা, মাতা মৃত বাতাসী বেগম,  সাং ভাড়ারিয়া, ওয়ার্ড  নং ০৫, ইউ, পি ভাড়ারিয়া,থানা  ও জেলা মানিকগঞ্জকে তার বসত ঘর ও দেহ তল্লাশি করে ইয়াবা সেবনরত অবস্থায়  ০৫ পিস ইয়াবা  ট্যাবলেট  সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোটের মাধ্যমে তাকে  ১৫ দিনের বিনাশ্রম  কারাদণ্ড ও ৫০০/ জরিমানা  অর্থদন্ড করা হয়। 



ডাউনলোড
প্রকাশের তারিখ
18/01/2024
আর্কাইভ তারিখ
30/04/2024