Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ১৭/১০/২০২৩ অভিযান: ০৬ টি মামলা ০২টি আসামী ০২জন। আলামত :১। ইয়াবা ট্যাবলেট ২৮০ পিস ২। গাঁজা ১৫০গ্রাম।
বিস্তারিত

 বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি    আঃ বাতেন (৪৯) , পিতা জুলমত প্রামানিক, মাতা মালেকা বেগম  সাং কালই, ইউ পি গালা,থানা  হরিরামপুর, , জেলা মানিকগঞ্জকে  তার বসত ঘর হতে ২৮০পিস ইয়াবা ট্যাবলেট সহ  গ্রেফতার করা হয়েছে। আসামী আঃ বাতেন এর বিরুদ্ধে  হরিরামপুর  থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। যাহার নম্বর -০৬; তারিখ - ১৭/১০/২০২৩। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আসামি ২। মো:আরমান মিয়া (১৯),পিতা নান্নু মিয়া, মাতা রহিমা বেগম  সাং পাছবারইল ,থানা ও জেলা মানিকগঞ্জকে তার  বসতঘরে গাঁজা সেবনরত অবস্হায়  ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়,  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  জনাব জ্যোতিশ্বর পাল মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ২০০/  অর্থদণ্ডে দন্ডিত করেন। 

  

ডাউনলোড
প্রকাশের তারিখ
17/10/2023
আর্কাইভ তারিখ
31/01/2024