গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদকব্যবসায়ী " গডফাদার মুর্শিদুর রহমান সিটু( ৩৫) ( গ্রেফতার ), পিতা- মৃত গোলাম রহমান আরমান হোসেন, মাতা- মর্জিনা খাতুন সাং- গোলড়া পূর্ব পাড়া , ওয়ার্ড ০ ৫ মানিকগঞ্জ পৌরসভা , থানা সিংগাইর , জেলা- মানিকগঞ্জ। আসামীর নিজ দখলীয় বসতঘর অবস্হানরত অবস্হায় তার দেহ তল্লাসী করে ৪০০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং ১৪, তারিখ ১৭/০৯/২৪ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামি মো: আফছান মিয়া( ৪৫ ), পিতা মৃত আব্দুর রহিম মিয়া। মাতা- বিউটি আক্তার। , সাং ইরতা বক্সপাড়া,ওয়ার্ড নং ০৭, ইউ পি তালেবপুর, থানা সিংগাইর জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামী মোঃ আফছান মিয়াকে ০৫ ( পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ /-( একশত) টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস