বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযানচালী আসামি মোহাম্মদ আলী (২২), পিতা সোনামুদ্দিন , মাতা রোকেয়া বেগম সাং চর মত্ত , থানা মানিকগঞ্জ সদর জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্ট মামলা নং ৮৭/২৪ তারিখ: ১৭/০৭/২৪।
আসামি জালাল মিয়া (৩২) পিতা- খলিল মিয়া মাতা জুলেখা বেগম সাং কামার দিয়া, নং ০৬ ইউ, পি জাগীর, থানা ও জেলা মানিকগঞ্জকে জাগির ব্রিজ যাত্রী ছাউনির পূর্ব পাশ হতে ০৩গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্ট মামলা নং ৮৮/২৪। তারিখ ১৭/০৭/২৪।
আসামি মোঃ আনোয়ার হোসেন (৩১), পিতা রশিদ বেপারী, মাতা আনোয়ারা বেগম, সাং দেড়গ্রাম, ওয়ার্ড নং ০৬, ইউ,পি জাগীর,থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে জাগীর যাত্রী ছাউনীর ভিতর হতে ০৩ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মানিকগঞ্জ সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামীকে ০৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০/ টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস