আসামীর বিবরণ :
১। সুজন চন্দ্র কর্মকার ওরফে সুজা (৪৩), পিতা মৃত অর্জুন চন্দ্র কর্মকার ,মাতা অরুণা রানী কর্মকার সাং তেবাড়িয়া , ওয়ার্ড নং ০৮ , ইউপি দরগ্রাম থানা সাটুরিয়া , জেলা মানিকগঞ্জ এর বসতঘরে অবস্হানরত অবস্হায় তার দেহ তল্লাশী করে ০১ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয় ।তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় ০১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়, মামলা নং ১০ তারিখ ১৭/০৩/২৫
গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে সাটুরিয়া থানায় রাত্রি কালিন নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস