অভিযান ও মামলা সংক্রান্ত তথ্যঃ
মোবাইল কোর্ট মামলা সংক্রান্ত তথ্যঃ
১। মোঃ মান্নান মোল্লা (৪২), পিতা মৃত শুকুর আলী মোল্লা, মাতা চন্দ্রবান বেগম, সাং কাফাটিয়া , থানা জেলা মানিকগঞ্জকে কাফাটিয়া এলাকা হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১৪২/২৪, তারিখ ১৫/১২/২৪
২। মোঃ মিজানুর রহমান নবা (৩১), পিতা মোঃ জমশের আলী , মাতা খতেজান বেগম, সাং ধল্লা, থানা ও জেলা মানিকগঞ্জকে ধল্লা এলাকা হতে ০২( দুই) গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়। মোবাইল কোর্ট মামলা নং ১৪৩/২৪, তারিখ ১৫/১২/২৪ ইং।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ সদর জনাব শেখ মেজবাহ- উল- সাবেরিন কর্তৃক প্রত্যেক আসামীকে ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও সর্বমোট ৪০০/- টাকা অর্থদণ্ড করা হয়। দন্ডিত আসামীদেরকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস