#মামলা সংক্রান্ত তথ্যাদিঃ
# নিয়মিত মামলার আসামীর বিবরণঃ-
*** সিংগাইর থানার মামলা নং-১৮; তারিখ- ১৫/০৭/২০২৫ ইং।
০১ । আসামীর নামঃ মোঃ সেলিম (৪২) (পলাতক), পিতা- মোঃ লাল মিয়া, মাতা- রাশেদা বেগম, সাং- নয়াপাড়া, জাগির, ওয়ার্ড নং- ০৬, পোঃ বাংলা বাজার, ইউপি- ধল্লা, পোস্ট- ধল্লা বাজার, থানা- সিংগাইর, জেলা- মানিকগঞ্জ। ঘটনাস্থল: সিংগাইর থানাধীন নয়াপাড়া, জাগির গ্রামস্থ পলাতক আসামী মোঃ সেলিম (৪২) এর নিজ দখলীয় উত্তর ভিটির দক্ষিণ দুয়ারী চৌচালা টিনের ছাউনি ও টিনের বেড়া যুক্ত দুই কক্ষ বিশিষ্ট বসতঘরের পশ্চিম পাশের কক্ষের ভিতর পশ্চিম পার্শ্বে রক্ষিত চৌকির উপর বিছানো তোষকের নিচে লুকায়িত অবস্থায় একটি সিনথেটিক টিস্যু ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো গাঁজা ৩০০(তিনশত) গ্রাম উদ্ধার ও জব্দ করা হয়। আসামি মোঃ সেলিম (৪২) সরকারি লোকের উপস্থিতি টের পেয়ে উক্ত বাড়ির পিছনের দরজা দিয়ে দৌড়িয়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
## পরিদর্শক জনাব মোঃ সুমনুর রহমান বর্ণিত মামলার বাদী হয়ে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলার দায়ের করেন।
২। আরিফ (২৩) (গ্রেপ্তার), পিতা-বাবুল বেপারী, মাতা- আছমা, সাং - জয়মন্টপ বেপারী পাড়া, ওয়ার্ড নং-০৩, ইউপি- জয়মণ্টপ, পোস্ট- জয়মন্টপ, থানা- সিংগাইর জেলা মানিকগঞ্জ।
ঘটনাস্থল- সিংগাইর থানাধীন জয়মন্টপ বাজারস্থ আসামী আরিফ (২৩) এর নিজ দখলীয় সরিষার তেল ভাঙ্গানোর দোকানের ভিতর দণ্ডায়মান অবস্থায় আসামির দেহ তল্লাশি করে তার ডান হাতে ধরা অবস্থায় একটি সিনথেটিক ব্যাগের ভিতর ১০(দশ) টি সাদা প্লাস্টিক বোতলে, প্রতিটি বোতলে ১ লিটার করে সর্বমোট ১০(দশ) লিটার চুলাই মদ উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়।
## উপ পরিদর্শক জনাব মোঃ আতাউর রহমান সজিব কর্তৃক বর্ণিত মামলার বাদী হয়ে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলার দায়ের করা হয়।
৩। আমিনুর খান (৩২), পিতা- মজ্জেল খান, মাতা- রাশেদা, সাং - রায়দক্ষিণ পূর্ব পাড়া, ওয়ার্ড নং-০৫, ইউপি- জয়মণ্টপ, পোস্ট- জয়মন্টপ, থানা- সিংগাইর জেলা মানিকগঞ্জ।
ঘটনাস্থল- সিংগাইর থানাধীন রায়দক্ষিণ পূর্ব পাড়া গ্রামস্থ আসামি আমিনুর খান (৩২) এর নিজ দখলীয় দক্ষিণ ভিটির উত্তর দুয়ারী দোচালা টিনের ছাউনি টিনের বেড়া যুক্ত দুই কক্ষ বিশিষ্ট বসতঘরের পশ্চিম পাশের কক্ষ হতে আটক পূর্বক আসামির দেহ ও বসত ঘর তল্লাশি করে উক্ত কক্ষের পশ্চিম পার্শ্বে রক্ষিত চৌকির নিচে লুকায়িত অবস্থায় দুইটি সাদা রঙের প্লাস্টিকের কন্টেইনারে প্রতি কন্টেইনারে ১০(দশ) লিটার করে মোট (১০×০২)= ২০(বিশ) লিটার চোলাই মদ উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়।
## পরিদর্শক জনাব মোঃ সুমনুর রহমান কর্তৃক বর্ণিত মামলার বাদী হয়ে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
***আসামিত্রয়কে অদ্য ১৫/০৭/২০২৫ ইং তারিখ রাত্রিতে সিংগাইর থানার নিরাপদ হেফাজত খানায় রাখা হয়েছে। আগামীকাল ১৬/০৭/২০২৫ ইং তারিখ যথাসময়ে সিংগাইর থানার থানা স্কটের মাধ্যমে আসামিত্রয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস