বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি রায়হান ইসলাম (২২), পিতা- মোঃ রফিকুল ইসলাম মাতা লাইলী বেগম সাং চর গড়পাড়া থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।
আসামি লিটন মিয়া(৪২) পিতা মৃত আক্কাছ আলী, মাতা- সবুরজান বেগম সাং মেঘ শিমুল, থানা-ও , জেলা মানিকগঞ্জকে মানিকগঞ্জ থানাধীন জাগীর কাচা বাজার আড়ত এর দক্ষিন পাশে ফাকা জায়গায় বুপ্রেনরফিন যুক্ত কুপিজেশিক ইনজেকশন ০২ অ্যাম্পুল সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ধৃত ০২( দুই) জন আসামীর প্রত্যেককে ০৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট(৫০০+২০০) ৭০০/-( সাতশত) টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস