বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান পরিচালনা করে আসামি। মোঃ শরিফুল ইসলাম (৩০ ), পিতা রহিজ উদ্দিন, , ,মাতা শাইমন বেগম সাং হরগজ বালুরচর , ওয়ার্ড নং ০৪ ইউ পি হরগজ, থানা সাটুরিয়া , জেলা মানিকগঞ্জকে হরগজ বাজার এলাকা অবস্হান কালে তার দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয় ।তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়, মামলা নং০৮ তারিখ ১৫/০৪/২৪। আসামি( ২) শফিকুল ইসলাম (৪০), পিতা ইব্রাহিম হোসেন মাতা বকুল সাং পূর্ব কুষ্টিয়া ওয়ার্ড নং ০৭, ইউ পি বালিয়াটি, থানা সাটুরিয়া , জেলা মানিকগঞ্জকে তার বসতঘরে অবস্হান রত অবস্হায় তার দেহ তল্লাসী করে ১৭ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। একই ঘরে অবস্হারত ৩। মোঃ সুমন আলী(৪৫), পিতা আমাজ উদ্দিন, মাতা খাতক জান, সাং জোয়ার আমতা, ইউ পি আমতা, থানা ধামরাই, জেলা ঢাকা এর দেহ তল্লাসী করে ০৬ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। সর্বমোট হেরোইন (১৭+৬)= ২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আসামি শফিকুল ও সুমন এর বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ০৭ তারিখ : ১৫/০৪/২০২৪ ইং। গ্রেফতারকৃত ০৩জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করনের নিমিত্তে সাটুরিয়া থানা রাত্রিকালীন নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস