বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ে মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মোঃ জবেদ আলী (৬০), পিতা মৃত মতিয়ার রহমান , মাতা মৃত গোলাপজান, সাং কৈট্টা,ওয়ার্ড নং ০৯, ইউ,পি : ধানকোড়া, পোঃ কৈট্টা, থানা সাটুরিয়া , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ২৫০ ( দুই পঞ্চাশ ) গ্রাম। গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়েছে । আসামীর বিরুদ্ধে সাটুরিয়া থানায় ০১ টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । মামলা নং ০৬ তারিখ ১৪/১০/২৪। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে সাটুরিয়া থানায় রাত্র কালিন নিরাপদ হেফাজতে রাখা হয়েছে ।
আসামি মোঃ আলমগীর হোসেন (৪৯), পিতা মোঃ রহমত উল্লাহ , মাতা জাবেদা বেগম, সাং কৈট্টা দক্ষিণ খল্লি, ওয়ার্ড নং ০৯,ইউ,পি : ধানকোড়া,,পোঃ কৈট্টা, থানা সাটুরিয়া , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর তল্লাসী করে ২০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সাটুরিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৭ , তারিখ ১৪/১০/২৪। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে সাটুরিয়া থানায় রাত্র কালিন নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। করা হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস