Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ১৪/০৭/২০২৫ অভিযান: ০৬ টি। মামলা: মোবাইল কোর্ট -০৪ টি। আসামী = ০৪ জন। সর্ব মোট আলামতঃ গাঁজা = ১০০ গ্রাম।হেরোইন= ০৪ গ্রাম।
বিস্তারিত

#

#মামলা সংক্রান্ত তথ্যাদিঃ


মোবাইল কোর্টের মামলা সংক্রান্ত তথ্যঃ

১। ইয়ামিন হোসেন (২১), পিতা মৃত- মোঃ শুকুর আলী, মাতা- গোলাপী বেগম, সাং- চরমত্ত, ওয়ার্ড নং- ০১, পোস্ট- কৃষ্ণপুর, ইউপি- কৃষ্ণপুর, থানা- মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জকে তার বসত ঘর  হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।  মোবাইল কোর্টে তার বিরুদ্ধে  মামলা হয়।  মামলা নং  ০২, তারিখ-  ১৪/০৭/২৫ ইং।


 ২। মোঃ মাসুদ (৪১), পিতা- মোঃ গিয়াসউদ্দিন, মাতা- আমেনা বেগম, সাং- দেড়গ্রাম, ওয়ার্ড নং- ০৬, পোস্ট- জাগির, ইউপি- জাগির, থানা- মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জকে তার বসত ঘর  হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।  মোবাইল কোর্টে তার বিরুদ্ধে  মামলা হয়।  মামলা নং  ০৩, তারিখ-  ১৪/০৭/২৫ ইং।


৩। সেতু তালুকদার (৩৭), পিতা মৃত- আব্দুল খালেক, মাতা- নাজমা আক্তার, সাং- দুধবাজার টিন পট্টি, মানিকগঞ্জ পৌরসভা, থানা- মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জকে মানিকগঞ্জ সদর থানাধীন ধলেশ্বরী ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার উপর দাঁড়ানো অবস্থায় তার দেহ তল্লাশি করে তার নিকট হতে ০১ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।  মোবাইল কোর্টে তার বিরুদ্ধে  মামলা হয়।  মামলা নং  ০৪, তারিখ-  ১৪/০৭/২৫ ইং।


৪। মোঃ রিয়াদ ইসলাম (২২), পিতা- মোঃ আবুল কালাম, মাতা- শিউলি বেগম, সাং- পূর্ব দাশরা, মানিকগঞ্জ পৌরসভা, থানা- মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জকে মানিকগঞ্জ সদর থানাধীন ধলেশ্বরী ব্রিজের উত্তর পাশে রাস্তার উপর দাঁড়ানো অবস্থায় তার দেহ তল্লাশি করে তার নিকট হতে ০১ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।  মোবাইল কোর্টে তার বিরুদ্ধে  মামলা হয়।  মামলা নং  ০৫, তারিখ-  ১৪/০৭/২৫ ইং।

## মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মানিকগঞ্জ এর সহকারী পরিচালক মহোদয় মোঃ আহসানুল কবির বুলবুল আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।


## সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মানিকগঞ্জ সদর জনাব রিক্তা খাতুন মহোদয় কর্তৃক  মোবাইল কোর্টের মাধ্যমে আসামিদের প্রত্যেককে ০৩(তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেক আসামিকে ২০০/- (দুইশত) টাকা করে (২০০×০৪)=৮০০/- (আটশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


মোবাইল কোর্টের আসামিদের জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/07/2025
আর্কাইভ তারিখ
27/08/2026