বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মো: আবির হোসেন(২৮), পিতা- মো: আবুল হোসেন , মাতা- আসমা বেগম , সাং শালখাই, হরিরামপুর জেলা মানিকগঞ্জকে তার নিজ দখলীয় বসতঘরে অবস্হারত অবস্হায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৮, তারিখ: ১৪/০৫/২৪ইং। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি শেখ ফরিদ হোসেন (৩৪), পিতা- মৃত আরশেদ আলী, মাতা বিবি বেগম , সাং মধ্য ধুসুরিয়া, থানা হরিরামপুর জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।আসামি মোঃ বাবুল হোসেন(৫৪) পিতা মৃত আহম্মদ মোল্লা, মাতা- হালিমা খাতুন, সাং মধ্য ধুসরিয়া, থানা- হরিরামপুর , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ধৃত ০২( দুই) জন আসামীর প্রত্যেককে ০৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট(৩০০+৩০০) ৬০০/-( ছয়শত) টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস