Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ১৩/০৭/২০২৪ অভিযান: ০৬টি মামলা- ০১টি আসামী ০২জন আলামত : হেরোইন ৫০গ্রাম।
বিস্তারিত

 বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি আনোয়ার হোসেন আনু( ৩৮)) ( গ্রেফতার), পিতা-  মৃত সিরাজুল ইসলাম , মাতা- হাসনা বেগম সাং-  মহাদেবপুর দক্ষিণপাড়া    ওয়ার্ড ০৭, ইউ পি    মহাদেবপুর  থানা  শিবালয়   জেলা- মানিকগঞ্জ।আসামি   মোঃ লোটাস মিয়া (৩০), পিতা  শাহজাহান মিয়া, মাতা আনোয়ারা বেগম,  সাং  শিমুলিয়া ওয়ার্ড নং  ০১ ইউ,পি  শিমুলিয়া  থানা শিবালয়,  জেলা মানিকগঞ্জ। আসামীদেরকে শিবালয় থানাধীন  মহাদেবপুর দক্ষিণপাড়া গ্রামস্থ ১ নং আসামি আনোয়ার হোসেন আনু এর নিজ দখলীয় বসতঘর হতে তাদের দেহ তল্লাশি করে ০১নং আসামীর নিকট হতে ৩৭ গ্রাম হেরোইন এবং একই বসত ঘরে অবস্থানরত ২ নং আসামির   নিকট হতে   ১৩ গ্রাম হেরোইন, সর্বমোট ৫০ গ্রাম হেরোইন উদ্ধারপূর্বক তাদেরকে গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে শিবালয় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।, মামলা নং ০৮  তারিখঃ ১৩/০৭/২০২৪।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে   সোপর্দ  করা হয়।

ডাউনলোড
প্রকাশের তারিখ
13/07/2024
আর্কাইভ তারিখ
31/03/2026