বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মো: জিহান মিয়া (২১), পিতা- বাবুল মিয়া , মাতা ডলি বেগম ,, সাং বড় সরুন্ডী থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। আসামি মোঃ জুয়েল আহমেদ(৩১) পিতা মো: আজমত আলী মাতা রহিমা খাতুন, সাং মত্ত পটল, থানা ও জেলা মানিকগঞ্জ কে তার বসতঘর হতে ১০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয় । আসামি মো: সবুজ মিয়া (৩১), পিতা আব্দুস সাত্তার, মাতা রওশনারা বেগম, সাং মত্ত ডাকুয়াপাড়া, থানা ও, জেলা মানিকগঞ্জকে তার বসত ঘর হতে গাঁজা সেবনরত অবস্হায় ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামী মো: জিহান মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/-( একশত ) টাকা অর্থদণ্ড করা হয়, আসামী মো: জুয়েল আহমেদ কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ / ( একশত) টাকা অর্থদণ্ড করা হয় এবং আসামী মো: সবুজ মিয়া(৩১) কে ১৫ বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ / ( একশত) টাকা অর্থদণ্ড করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস