Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ১৩/০২/২০২৪ অভিযান: ০৬ টি মামলা- ০৩ টি আসামী ০৩জন। আলামত : ১। হেরোইন ০২ গ্রাম। ২। গাঁজা(১০০+১০০)= ২০০ গ্রাম।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি

০১। মোঃ নাদিম   (৪২), ,পিতা  মৃত নাজিম উদ্দিন   মাতা  আয়েশা  বেগম  , সাং জয়রা, কলেজ রোড  , থানা ও জেলা মানিকগঞ্জকে  জয়রা বড় পাড়া এলাকা হতে হেরোইন সেবনরত অবস্হায়  ০২গ্রাম   হেরোইন সহ গ্রেপ্তার  করা হয়।

 ২।   মো: রনি মিয়া(২৮),পিতা মৃত  আব্দুর রহমান  , মাতা  মৃত হাসিনা বেগম  , সাং জয়রা মধ্যপাড়া   , থানা ও জেলা মানিকগঞ্জকে জয়রা এলাকার আলীম আরা কাজীর  বাড়ীর  পাশে  ফাকা  জায়গায় গাঁজা সেবন রত অবস্হায় ১০০ গ্রাম গাঁজা সহ  তাকে গ্রেপ্তার করা হয়।  

৩। বিশ্বজিৎ ওরফে বিসে চন্দ্র দাস  (৩০) পিতা ধীরেন চন্দ্র দাস,   মাতাঃ আলো রানী দাস   সাং জয়রা,  থানা ও জেলা মানিকগঞ্জকে   জয়রা বড় পাড়া এলাকা হতে গাঁজা সেবনরত অবস্থায় ১০০গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামীকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড,  ও সর্বমোট   (৫০০/ +৫০০/+ ৫০০/) = ১৫০০/অর্থ দন্ড  প্রদান করা হয়। 



ডাউনলোড
প্রকাশের তারিখ
13/02/2024
আর্কাইভ তারিখ
30/06/2024