মোবাইল কোর্টের আসামীদের বিবরণঃ
১। সুজন ওরফে গোল্ডেন (২৮), পিতা :মৃত সুরুজ মিয়া , মাতা : রাজিয়া বেগম সাং বকজুরী, থানা মানিকগঞ্জ সদর জেলা মানিকগঞ্জকে পূর্ব দাশড়া নাগপাড়া এলাকা হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয় ।
২।মুরসালিন ওরফে তৌসিফ (২১) পিতা- মোঃ জাকির হোসেন, মাতা ঃ তাহমিনা সুলতানা , সাং পশ্চিম দাশড়া, থানা: মানিকগঞ্জ সদর,জেলা মানিকগঞ্জকে পূর্ব দাশড়া নাগপাড়া এলাকা হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয় ।
৩।শাকিল আহমেদ (২২) , পিতা : সাদেক হোসেন, মাতা: সালেহা বেগম, সাং পূর্ব দাশড়া পালপাড়া, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে নাগপাড়া এলাকা হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়।
৪। আল রাফি ফয়সাল (২১), পিতা আমিনুর রহমান, মাতা রুপা আক্তার , সাং বান্দুটিয়া থানা জেলা মানিকগঞ্জকে পূর্ব দাসড়া নাগপাড়াএলাকা হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টে মামলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মানিকগঞ্জ সদর ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ মেজবাহ -উল - সাবেরিন কর্তৃক
মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সর্বমোট (২০০+২০০+২০০+২০০) = ৮০০/ টাকা অর্থদণ্ড করা হয়।
৫। মোঃ জুয়েল হোসেন(৩২)
পিতা মোঃ একলাস উদ্দিন, মাতা শিরিন বেগম,সাং মিতরা, থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ০৫ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয় । মোবাইল কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়।
সহকারী কমিশনার ( ভূমি) বিজ্ঞ এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জনাব রিক্তা খাতুন কর্তৃক আসামিকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড করা হয়েছে ।
দণ্ডিত সকল আসামিকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস