বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ০১। বিপ্লব শীল (৪২), পিতা মহাদেব শীল , মাতা মায়া শীল , বর্তমান সাং গঙ্গাধর পট্টি, থানা ও জেলা মানিকগঞ্জ, স্থায়ী সাং অন্যায়পুর,ইউ পি শিবালয়, থানা শিবালয় জেলা মানিকগঞ্জকে পশ্চিম দাশড়া,এলাকা হতে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়েছে।
আসামি ২। শান্তা ইসলাম (৪২), স্বামী মোঃ ইউসুফ হোসেন ,পিতা মৃত কাসেম আলী, মাতা সূর্য বানু, স্থায়ী সাং বান্দুটিয়া, মাঝিপাড়া, ওয়ার্ড নং০৮,মানিকগঞ্জ পৌরসভা , থানা জেলা মানিকগঞ্জ বর্তমান সাং পশ্চিম দাশড়া,(শ্রী জনার্দন চক্রবর্তী বাড়ির ভাড়াটিয়া) ওয়ার্ড নং ০৬,থানা ও জেলা মানিকগঞ্জ কে তার ভাড়াকৃত বসতঘরে অবস্থানরত অবস্থায় এএসআই নিপা আক্তার এর মাধ্যমে তার দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আসামি ৩। একই বসতঘরে অবস্থানরত অপর আসামী মোঃ সুজন ওরফে গোল্ডেন (২৬),পিতা মোঃ শহিদুল ইসলাম ওরফে সুরুজ, মাতা রাজিয়া সুলতানা, সাং বকজুরি,ওয়ার্ড নং ০৪,মানিকগঞ্জ পৌরসভা, থানাও জেলা মানিকগঞ্জকে (শান্তা ইসলামের বসতঘর) তার দেহ তল্লাসী করে ১৫০ পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয় ।
আসামিদের বিরুদ্ধে মানিকগঞ্জ থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মানিকগঞ্জ থানার মামলা নং যথাক্রমে ১৪ ও ১৫ তারিখ ১২/১২/২৩।
গ্রেফতারকৃত আাসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দের নিমিত্তে মানিকগঞ্জ সদর থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস