মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মোঃ সানি মিয়া ওরফে দুর্জয় (২০), পিতা- মোঃ ভেটকু মিয়া, মাতা মৃত রেহেনা বেগম ,, সাং নবগ্রাম, ওয়ার্ড নং ০২, মানিকগঞ্জ পৌরসভা ,থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ০২ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।
আসামি মোঃ ইউনুচ আলী (৪৫) পিতা মৃত তজিম উদ্দিন মাতা রহিমা খাতুন সাং পশ্চিম দাশড়া , ( ফাতেমার বাড়ী), ওয়ার্ড নং ০৬, মানিকগঞ্জ পৌরসভা, থানা ও জেলা মানিকগঞ্জ কে তার বসতঘর হতে ১০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয় ।
আসামি জলিল (৪৬), পিতা মৃত গিয়াসউদ্দিন , মাতা বাহারজান। , সাং পুটাইল, পুটাইল, থানা ও, জেলা মানিকগঞ্জকে মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম দাশড়া ফাতেমার বাড়ীর ভাড়াটিয়া তার ভাড়াকৃত বসত ঘর হতে ইয়াবা সেবনরত অবস্হায় ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। মবাইল কোর্টের মাধ্যমে আসামী সানি মিয়া ওরফে দুর্জয়কে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/-( পাঁচশত) টাকা অর্থদণ্ড করা হয়,আসামী মো: ইউনুচ আলী(৪৫) কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ / ( পাঁচশত) টাকা অর্থদণ্ড করা হয় ।
এবং আসামী আব্দুল জলিল(৪৬) কে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ / ( দুইশত) টাকা অর্থদণ্ড করা হয়। মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব লিটন ঢালী কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামীদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও সর্বমোট ১২০০/-( একহাজার দুই শত) টাকা অর্থদণ্ড করা হয়। মোবাইল কোর্টে দন্ডিত আসামীদেরকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে । অভিযানের সময় : ভোর ০৫:০০ হতে ১৫: ৩০ ঘটিকা পর্যন্ত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস