# নিয়মিত মামলার আসামীদের বিবরণ :
০১ । মোঃ জাকির হোসেন ওরফে সোহেল (২৬), পলাতক, পিতা মোজাফফর মিয়া, মাতা জামেলা খাতুন, সাং বাংগরা( সোনাকান্দর), ওয়ার্ড নং ০২ ইউপি বেতিলা মিতরা, পোঃবেতিলা থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর তল্লাসী করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । ডি এন সি টিমের উপস্থিতি টের পেয়ে পলায়ন করায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীরবিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১১, তারিখ ১১/১২/২৪।
-------------
২। । মোঃ কাশেম আলী ( ৫৬), গ্রেফতার, পিতা- মৃত মেয়র আলী, মাতা- তারা বেগম, সাং দিঘুলিয়া , ওয়ার্ড ০৯, ইউ পি নবগ্রাম , পোঃ নবগ্রাম ,থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে আটক পূর্বক দেহ তল্লাসী করে ৫০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ০৯ তারিখ১১/১২/২৪। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস