Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ১১/১২/২০২৩ অভিযান: ০৫ টি মামলা- ০২টি আসামী ০২ জন। ( গ্রেফতার ০২ ), আলামত : গাঁজা ২৫০ ( দুইশত পঞ্চাশ ) গ্রাম।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি  ০১। তুলু মিয়া (৩৩),  পিতা- আব্দুর রাজ্জাক, মাতাঃ ফুলবানু, সাং পূর্ব চার তিল্লী, ওয়ার্ড নং- ০৮ , ইউপি : তিল্লী, পোঃ চর তিল্লী, থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্হায়  ১৫০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০/-(দুইশত) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় ।

২। মোঃ রায়হান (৩২), পিতা: মোঃ আলম মাতব্বর, মাতাঃ রেজিয়া বেগম, সাং দক্ষিণ পার তিল্লী,ওয়ার্ড  নং ০৬, ইউ/পি-তিল্লী, থানা সাটুরিয়া, জেলা মানিকগঞ্জ  তার বসতঘরে  গাঁজা সেবনরত অবস্হায়  ১০০ গ্রাম  গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে আসামীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম  কারাদন্ড ও ১০০/- (দুইশত) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় । 



ডাউনলোড
প্রকাশের তারিখ
11/12/2023
আর্কাইভ তারিখ
31/03/2024