Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ১১/০৬/২০২৪ অভিযান: ০৭টি মামলা- ০৩টিআসামী ০৩জন। আলামত : গাঁজা : ৪০০ গ্রাম
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি মো: টুটুল মিয়া (২৩), পিতা আব্দুল আজিজ,  মাতা রাবেয়া বেগম,  সাং বেতিলা, থানা ও জেলা মানিকগঞ্জকে তার বসতঘর  হতে ১৫০ গ্রাম গাঁজা  সহ তাকে গ্রেফতার করা হয়।   আসামি মো:   লাল চান প্রামানিক     (৫৫), পিতা-   মৃত চান্দু প্রামানিক , মাতা  মৃত মতি জান ,, সাং বেতিলা,  থানা ও জেলা মানিকগঞ্জকে   তার বসতঘর হতে  ১২০ গ্রাম গাঁজা সহ  তাকে  গ্রেফতার করা হয়। আসামি  মোঃ শিপলু মিয়া (২০) পিতা  মো:দবির হোসেন  মাতা   শিল্পী আক্তার , সাং চর  ঘোস্তা , থানা ও  জেলা মানিকগঞ্জ কে  বড় সরুন্ডি এলাকা হতে ১৩০ গ্রাম গাঁজা সহ তাকে  গ্রেফতার করা হয় । মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামীকে  ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সর্বমোট (২০০/ +৩০০/+৩০০/)= ৮০০/( আটশত) টাকা অর্থদণ্ড করা হয়।



ডাউনলোড
প্রকাশের তারিখ
11/06/2024
আর্কাইভ তারিখ
31/05/2025