মোবাইল কোর্টের মামলা সংক্রান্ত তথ্যঃ
১। মোঃ ইমন মিয়া (২৩), পিতা মোঃ মামুন মিয়া,৷ মাতা শাহনাজ বেগম সাং বাঘিয়া, ইউ পি ভাড়ারিয়া, থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টে তার বিরুদ্ধে মামলা হয়। মামলা নং ২১/২৫ তারিখ ১১/০৩/২৫ ইং।
০২। মোঃ সোলাইমান (২১), মোঃ মুজিবর রহৃান , মাতা রাশেদা বেগম, সাং চর বালিরটেক , ইউ পি ভাড়ারিয়া, থানা মানিকগঞ্জ সদর , জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়, মামলা নং২২/২৫ তারিখ ১১/০৩/২৫ ইং।
০৩। মোঃ মোজাফফর (৪০), পিতা মৃত হাসেম আলী মাতা , সাং আন্ধার মানিক , মানিকগঞ্জ পৌরসভা, থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে তার বসতঘর হতে ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা হয়। মামলা নং ২৩/২৫, তারিখ ১১/০৩/২৫ ইং।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ মেজবাহ - উল- সাবেরিন কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে আসামী মোঃ ইমন মিয়া ও সোলাইমানকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং আসামী মোজাফফরকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
প্রত্যেক আসামীকে২০০/ করে সর্বমোট(২০০+২০০+২০০)=৬০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের আসামিদেরকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস