Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ১০/১০/২০২৩ অভিযান: ০৮ টি, মামলা ০৪টি আসামী ০৪ জন আলামত : ১। ইয়াবা ট্যাবলেট ২৪০ পিস ২। গাঁজা ২০০ গ্রাম।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক  অভিযান চালিয়ে   উজ্জ্বল রাজবংশী (৩৩),পিতা প্রদীপ রাজবংশী,মাতা মিলন রাজবংশী, সাং যাদবপুর, আটিগ্রাম,থানা মানিকগঞ্জ সদর, জেলা মানিকগঞ্জকে১৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ  গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে  মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ও আসামি  মো:রবিন আহমেদ ওরফে ছানোয়ার( ২৬) ,  পিতা আব্দুল হামিদ দেওয়ান, মাতা আনোয়ারা বেগম, সাং পূর্ব আটিগ্রাম, থানা মানিকগঞ্জ সদর  জেলা মানিকগঞ্জকে আটিগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ এর দক্ষিণ পাশে রাস্তার উপর হতে ১১০( একশত দশ ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে, আসামি  মো:ফারুক হোসেন (২৫),পিতা মোহাম্মদ ফেরদৌস, মাতা বুলবুলি বেগম,  সাং কাটিগ্রাম,থানা ও জেলা মানিকগঞ্জকে তার  বসতঘর হতে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়,  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  জনাব জ্যোতিশ্বর পাল মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০/  অর্থদণ্ডে দন্ডিত করেন এবং মো: বাবু মিয়া (৩০),পিতা রমজান মিয়া , মাতা মমতাজ বেগম, সাং গুরকী,থানা জেলা মানিকগঞ্জ কে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতিশ্বর পাল মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩ মাসের  বিনাশ্রম কারাদন্ড ও ১০০/ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।  


ডাউনলোড
প্রকাশের তারিখ
10/10/2023
আর্কাইভ তারিখ
31/01/2024