Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ১০/০৬/২০২৪ অভিযান: ০৬টি মামলা- ০৩টি আসামী ০৩জন আলামত : ১। চোলাইমদ (অ্যালকোল) ২৫ লিটার। এবং ইয়াবা ২১০ পিস।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা মানিকগঞ্জ কর্তৃক অভিযান চলে আসামি   মো: সাইদুর খান (৩৬), পিতা   মবজেল খান,মাতা  রাশেদ বেগম   সাং  দক্ষিণ চর নয়াডাঙ্গী ,     ওয়ার্ড নং  ০৯,   ইউ পি   জয়মন্টপ, থানা    সিংগাইর,  জেলা মানিকগঞ্জকেএর  বসতঘর তল্লাসী করে  ২৫ লিটার চোলাইমদ সহ তাকে গ্রেফতার করা হয় ।তার বিরুদ্ধে   সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।  মামলা নং ১৬, তারিখ ১০/০৬/২৪। 

আদামি মোঃ আনোয়ার হোসেন ওরফে আনার কশাই (৩৫), পিতা  মৃত আমির হোসেন , মাতা  আছের জান বেগম ওরফে চান বরু সাং  জায়গীর উত্তর পাড়া  ওয়ার্ড নং ০৫  ইউ পি ধল্লা, থানা সিংগাইর   জেলা মানিকগঞ্জকে  তার বসতঘর  হতে ৬০ পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবা  ট্যাবলেসহ তাকে গ্রেফতার করা হয় আসামির বিরুদ্ধে  সিংগাইর  থানায়,একটি নিয়মিত মামলা দায়ের করা  হয়েছে, মামলা নং ১৭ তারিখ  : ১০/০৬/২০২৪ ইং। 

আসামি  আবু সাইদ(৪৪), পিতা মৃত পরান ফকির,  ৃাতা মৃত আছিয়া বেগম ওরফে  নাসিমা, সাং  জয়মন্টপ ফকির পাড়া, ওয়ার্ড  নং ০৩, ইউ পি জয়মন্টপ,  থানা সিংগাইর , জেলা মানিকগঞ্জ  এর বসতঘরে অবস্হান কালে তা দেহ তল্লাসী করে  ১৫০ পিস অ্যামফিটামিনযুক্ত  ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সিংগাইর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৮; তারিখ ১০/০৬/২৪।  গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ  করা হয়েছে 


ডাউনলোড
প্রকাশের তারিখ
10/06/2024
আর্কাইভ তারিখ
31/01/2025