গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামী ১। শহীদ শেখ মোহাম্মদ আলী (৫৩) ( গ্রেফতার), পিতা- মোঃ সাকিম আলী শেখ মাতা হেলেনা বেগম , সাং- চর পল্টন, ওয়ার্ড ০৯ , ইউ পি চান্দহর, পো : সিরাজপুর, থানা সিংগাইর জেলা- মানিকগঞ্জ।
২। মোঃ শরীফ বেপারী (৪৯), পিতা মৃত জেহের মিস্ত্রি , মাতা মৃত রহিমা খাতুন সাং মাধবপুর, ওয়ার্ড নং ০২, ইউ পি, চান্দহর, থানা সিংগাইর , জেলা মানিকগঞ্জ ১ নং ক্রমিকে বর্ণিত আসামীর বসতঘরে অবস্হানরত অবস্হায় তার দেহ ও বসতঘর তল্লাসী করে ১২ (বার) লিটার চোলাইমদ ( অ্যালকোহল) সহ তাকে গ্রেফতার করা হয়। ০২ নং ক্রমিকে বর্ণিত আসামীর নিজ দখলিয় বসতঘরে অবস্হানরত অবস্হায় তার দেহ তল্লাসী করে ৫০০গ্রাম গাঁজা ও ১০৫ পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয় ঘটনার সময় আসামীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । ০১ নং ক্রমিকে বর্ণিত আসামী শহীদ শেখ ওরফে মোহাম্মদ আলী এর বিরুদ্ধে মামলা নং- ১১ তারিখঃ ০৯/০৯/২০২৪। জি আর নং ২৭৩/২৪ এবং ০২ নং ক্রমিকে বর্ণিত আসামী মোঃ শরীফ বেপারী এর বিরুদ্ধে মামলা মং১২ তারিখ ০৯/০৯/২৪, জি আর নং২৭৪/২৪গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস