Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ০৯/০৯/২০২৪ অভিযান: ০৫টি মামলা- ০২টি আসামী ০২জন আলামতঃ ১২ লিটার চোলাই মদ ,৫০০ গ্রাম এবং ইয়াবা ট্যাবলেট ১০৫ পিস।
বিস্তারিত

গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে‌ আসামী  ১। শহীদ শেখ মোহাম্মদ আলী (৫৩)  ( গ্রেফতার), পিতা-  মোঃ সাকিম আলী শেখ  মাতা হেলেনা বেগম  ,  সাং- চর পল্টন,   ওয়ার্ড ০৯ , ইউ পি  চান্দহর, পো : সিরাজপুর, থানা   সিংগাইর   জেলা- মানিকগঞ্জ।

২। মোঃ শরীফ বেপারী (৪৯), পিতা মৃত  জেহের মিস্ত্রি  ,  মাতা মৃত রহিমা  খাতুন  সাং  মাধবপুর, ওয়ার্ড  নং ০২, ইউ পি, চান্দহর, থানা  সিংগাইর ,  জেলা  মানিকগঞ্জ ১ নং ক্রমিকে বর্ণিত  আসামীর  বসতঘরে অবস্হানরত অবস্হায় তার দেহ  ও বসতঘর তল্লাসী করে ১২ (বার) লিটার চোলাইমদ ( অ্যালকোহল) সহ তাকে  গ্রেফতার করা হয়। ০২ নং ক্রমিকে বর্ণিত আসামীর  নিজ দখলিয় বসতঘরে অবস্হানরত অবস্হায় তার দেহ তল্লাসী করে  ৫০০গ্রাম গাঁজা  ও ১০৫ পিস অ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার  করা হয় ঘটনার সময় আসামীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  আসামীদের বিরুদ্ধে  সিংগাইর  থানায় পৃথক দুইটি  নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । ০১ নং ক্রমিকে বর্ণিত আসামী শহীদ শেখ ওরফে মোহাম্মদ আলী  এর বিরুদ্ধে মামলা নং-  ১১ তারিখঃ ০৯/০৯/২০২৪।  জি আর নং ২৭৩/২৪ এবং ০২ নং ক্রমিকে বর্ণিত  আসামী মোঃ শরীফ বেপারী এর বিরুদ্ধে  মামলা মং১২ তারিখ ০৯/০৯/২৪, জি আর নং২৭৪/২৪গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ  আদালতে সোপর্দ করা হয়েছে।

ডাউনলোড
প্রকাশের তারিখ
09/09/2024
আর্কাইভ তারিখ
28/08/2026