Wellcome to National Portal
Main Comtent Skiped

শিরোনাম
# ডিএনসি, মানিকগঞ্জ তারিখ : ০৮/১১/২০২৩ অভিযানের সংখ্যা: ১০ টিমামলা- ০৬ টি আসামী: ০৬জন (গ্রেফতার)। #আলামত : ০১।হেরোইন ০৭ গ্রাম। ২। বুপ্রেনরফিনযুক্ত কুপিজেশিক ইনজেকশন (০২+০২) ০৪ অ্যাম্পুল। ০৩। গাঁজা ১০০ গ্রাম।
বিস্তারিত

বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। সঞ্জয় কুমার রাজবংশী ওরফে চন্ডী (২১) ,  পিতা- গোপাল রাজবংশী,  মাতা পদ্মা রানী রাজবংশী, সাং পাছ বারইল, থানা ও জেলা- মানিকগঞ্জকে  তাহার নিজ দলীয় বসতঘর হতে হেরোইন সেবনরত অবস্থায় ০৩ গ্রাম  হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৬ ( ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৪০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়।

২। মোঃ রাহেদুল ইসলাম (২৩) ,  পিতা মোঃ আশরাফ আলী, মাতা রুমি আক্তার সাং   চর বেংরুই,  থানা ও জেলা- মানিকগঞ্জকে  তাহার নিজ দলীয় বসতঘর হতে গাঁজা সেবনরত অবস্থায় ১০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২০০/- টাকা টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়।

৩।   হুমায়ুন কবির  (৪৫), পিতা-  মৃত আবু তাহের,  মাতা  রেজিয়া আক্তার, সাং উকিয়ারা, থানা ও জেলা- মানিকগঞ্জকে  তাহার নিজ দলীয় বসতঘর হতে বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৬ ( ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও  ৫০০/- টাকা টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়।

৪। মোঃ আরজু মিয়া (৫২) পিতা-  মৃত আঃ লতিফ সরকার , মাতা- রাহেদা বেগম,  সাং ভাটবাউর , থানা ও জেলা- মানিকগঞ্জকে  তাহার নিজ দলীয় বসতঘর হতে বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০১ ( এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়।

৫। নুরুল ইসলাম ওরফে টিপু (৩৮) , পিতা-  মৃত সেলিম মিয়া,  মাতা নুরজাহান বেগম, সাং বেউথা , থানা ও জেলা- মানিকগঞ্জকে  চর বেউথা এলাকা থেকে হেরোইন সেবনরত অবস্থায় ০২ গ্রাম  হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৬ ( ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়।

৬।  সোহেল রানা (৩৬) , পিতা-  মৃত  খোরশেদ আলম ,  মাতা মায়া, সাং বেউথা , থানা ও জেলা- মানিকগঞ্জকে  চর বেউথা এলাকা থেকে হেরোইন সেবনরত অবস্থায় ০২ গ্রাম  হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৬ ( ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়।



ডাউনলোড
প্রকাশের তারিখ
08/11/2023
আর্কাইভ তারিখ
31/03/2024