বিশেষ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মানিকগঞ্জ কর্তৃক অভিযান চালিয়ে আসামি ১। অপূর্ব চৌধুরী(২৩) ( গ্রেফতার), পিতা- মৃত আওলাদ চৌধুরী ওরফে গৌর মাতা- রিতা চৌধুরী বর্তমান সাং- হোল্ডিং নং ৫০, গঙ্গাধর পট্টি, বনগ্রাম আবাসিক এলাকা, মানিকগঞ্জ পৌরসভা, , থানা ও জেলা- মানিকগঞ্জ ( ভাড়াকৃত বসতঘর)। স্হায়ী সাং বাংগরা,ইউ পি বেতিলা মিতরা, থানা ও জেলা মানিকগঞ্জ কে গঙ্গাধর পট্টি ভাড়াকৃত বসতঘর হতে ০৭ (সাত) গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৭, তারিখ ০৮/০৫/২০২৪। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস